
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর কর্মী আবুল কালামকে গতকাল মঙ্গলবার গভীর রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পারিবারিক সূত্রে জানা যায়, সাহেববারপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান সেলিমের কর্মীরা গতকাল মঙ্গলবার গভীর রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান জামাল মোল্লার কর্মী আবুল কালাম শিকদার কালুকে (৪৮) তার নিজ বাড়ি থেকে ডেকে নেয়।
পরে আণ্ডারচর গোলপাতা যুব কল্যাণ কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় আবুল কালামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হবে। তাছাড়া ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহত আবুল কালাম সাহেবরামপুর ইউনিয়নের আণ্ডারচর এলাকার সলেমান শিকদারের ছেলে।