
কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় দীপংকর রায় (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়িতে এ দুর্ঘটনা ঘটে্ নিহত দীপংকর রায় যশোরের মনিরামপুর এলাকার মনীন্দ্রনাথ রায়ের ছেলে।
তিনি গ্রামীণফোনের কাজের ঠিকাদার এনার্জি প্যাক শাহিন এন্টারপ্রাইজের লাইন সুপারভাইজার ছিলেন। কুমিল্লা গ্রামীণফোনের জোন ইনচার্জ হারুনুর রশীদ জানান, কোটবাড়ি থেকে চান্দিনার মাধাইয়া এলাকা পর্যন্ত গ্রামীণফোনের ফাইবার অপটিকস কাজের তদারকি করতেন দীপংকর। দুপুরে কোটবাড়ি এলাকায় কাজ করার সময় রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।