মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঐকমত্য কমিশন নিয়ে যে অভিযোগ সালাহউদ্দিনের জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: আমির খসরু এনসিপি কোন জোটে যাবে, যা বললেন নাহিদ আ.লীগ হচ্ছে ডেথ চ্যাপ্টার: হাসনাত আবদুল্লাহ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের যুদ্ধের জন্য আরো ২-৩ বছর ইউরোপের সমর্থন চান জেলেনস্কি নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার আসন্ন জাতীয় নির্বাচনে প্রকৃত বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা  আওয়ামী লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে: মাহফুজ আলম রায়গঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে— ‘গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার’।   ‎

পদ্মা-মেঘনায় মাছ ধরতে মানা নেই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:59 am, রবিবার, ১ মে, ২০১৬

জাটকা সংরক্ষণে অভয়াশ্রম শেষে আজ ১ মে থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় শুরু হচ্ছে মাছ শিকার। মার্চ-এপ্রিল দু’মাস মাছ ধরা বন্ধ থাকায় জেলার ৫০ সহস্রাধিক জেলে পরিবারে দেখা দিয়েছিল হাহাকার।

যদিও সরকার জেলেদের তালিকা তৈরি করে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দিয়ে তাদের অভাব মোচনের চেষ্টা করেছে। কিন্তু চলতি বছর জেলেরা সঠিক সময়ে চাল না পাওয়ায় বিভিন্ন সমস্যায় পড়েছে তারা।

দেশের ইলিশ সম্পদ রক্ষায় সরকার প্রতি বছরই ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দু’মাস অভয়াশ্রম কর্মসূচি ঘোষণা করে। অভয়াশ্রমের নির্দিষ্ট সময়সীমা গত ৩০ এপ্রিল শেষ হয়। নিষেধাজ্ঞার কারণে জেলেরা নির্বিঘ্নে নদীতে মাছ শিকার করতে না পারায় অভয়াশ্রম শেষে মাছ ধরার আনন্দে চাঁদপুরের জেলেপল্লিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শনিবার সদর উপজেলার বড়স্টেশন ও বহরিয়া এলাকার জেলে পাড়াগুলোতে গিয়ে দেখা যায় তাদের চোখে মুখে আনন্দের ঝিলিক। মাছ ধরার প্রস্তুতি নিয়ে জেলেরা এখন মহাব্যস্ত। ইতোমধ্যে নৌকা মেরামত, জাল ঠিক করা, নৌকার দাঁড় তৈরি করা, রাত জেগে নদীতে থাকার প্রস্তুতি সম্পন্ন করেছে। এমনকি অনেকে দাদন ব্যবসায়ীদের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছে।

2015_08_25_16_31_55_VwtCdR83xHFBtelBYNiyB5Lz4S7sZn_originalজেলেদের দেখলে মনে হয়, যেন এখন দম ফেলার সময় নেই। দু’মাস মাছ ধরতে না পারায় এ পরিবারগুলো যেন হাঁপিয়ে উঠেছিল। শত অভাবের মাঝেও তারা অন্য পেশায় না গিয়ে অপেক্ষার প্রহর গুনেছে।

আলাপকালে জেলে রহমান, খায়ের, লিটন জানায়, রোববার থাইক্কাতো নদীত মাছ ধরতে মানা নাই। অহন দেকমু আমাগোরে আর কে বাধা দেয়। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সরকারের নিয়ম মাইন্যা না খাইয়া মরছি, আর কেউ কেউ পলাইয়া পলাইয়া মাছ ধইরাতো অনেক টাকা বানাইছে, তখন সরকার কই আছিল?

এদিকে, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান, এ বছর জেলার মতলব দক্ষিণ, মতলব উত্তর, হাইমচর ও চাঁদপুর সদর উপজেলার তালিকাভুক্ত ৪১ হাজার ৪২ জন জেলে পরিবারের মাঝে বরাদ্দকৃত ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com