‘ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে’ – ছড়াটি মনে আছে নিশ্চয়৷ তবে জীবনানন্দ দাসের কবিতার ‘সোনালি ডানার চিল’ মাছ নিয়ে যায়নি, আসলেিএক ঈগল নিয়ে যেতে চেয়েছিল একটা শিশুকে৷ তবে পারেনি…৷
মাঠে বসে বাবার সঙ্গে খেলা করছিল ২ বছরের শিশুটি৷ কিন্তু খেলতে খেলতে বাবা একটু অন্যমনস্ক হতেই, নিমেষের মধ্যে শিশুটিকে ছোঁ মেরে তুলে নেয় বাজপাখিটা৷
কিন্তু ভাগ্য ভালো, বাচ্চাটা বেশ নাদুসনুদুস হওয়ায় তার ভার শিকারি পাখিটি সামলাতে পারেনি৷ একবার থাবা থেকে পড়ে যাওয়ায় আবার খামচে ধরে উড়ে যাওয়ার চেষ্টা করে৷ সেবারও বাচ্চাটির ওজন একটু বেশি বলে ধরে রাখতে না পারায় শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় বাজপাখিটা৷ আর মস্ত বড় বিপদ থেকে বেঁচে যায় শিশুটি৷ চোখের সামনে থেকে সন্তান হারানোর শোক থেকে বাবাও বেঁচে যান অল্পের জন্য৷
ভিডিওটা দেখলেই বোঝা যায় কত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে শিশুটি৷