বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

জানেন শরীরের সবথেকে নোংরা জায়গা কোনটি?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:35 pm, শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

নাভির মাধ্যমেই মায়ের সঙ্গে মানুষের সম্পর্ক। ভ্রূণের জন্ম মুহূর্তে মায়ের সঙ্গে সন্তানের সংযোগ তৈরি হয়। কিন্তু সেই নাভির সম্পর্কে কতটুকু জানি আমরা?

১। নাভি আসলে শরীরের একটি ক্ষত। চিকিৎসকরা শিশুর জন্মের সময় মায়ের শরীরের থেকে সন্তানকে আলাদা করেন। তাতেই তৈরি হয় এই ক্ষত।

২। নাভি কুণ্ডলী সাধারণত ভিতরের দিকেই থাকে। মাত্র ৪ শতাংশ মানুষের নাভি কুণ্ডলী বাইরের দিকে।

৩। বিশেষত মেয়েদের নাভি সেক্স সিম্বল। বছরে বিশ্বের প্রায় ২ লক্ষ মানুষ নাভি কুণ্ডলীকে প্লাস্টিক সার্জারি করে বাইরে থেকে ভিতর দিকে ঢোকান।

৪। নাভি শরীরে সবথেকে নোংরা এলাকা। একটি গবেষণায় দেখা গেছে, ৬৭ রকমের ব্যাকটেরিয়া থাকে নাভিতে।

৫। পোশাকের কারণ নাভি নোংরা হয়। কারণ, সেখানে জামা কাপড়ের রোঁয়া লেগে যায়।

৬। ভারতীয় সনাতন যোগশাস্ত্রে শরীরে ৭টি চক্রের কথা বলা হয়। তার মধ্যে অন্যতম নাভি চক্র।

৭। হিন্দু পুরাণ বলে বিষ্ণুর নাভিপদ্ম থেকেই মানবের সৃষ্টি।

৮। গবেষকরা মনে করেন নাভি যে স্থানে থাকে তার উপরেই মানুষের সাঁতার কাটা বা দৌড়নো নির্ভর করে।

৯। বলা হয়, আদম ও ইভের নাভি ছিল না। কারণ তাঁরা তো মাতৃগর্ভে জন্মাননি।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com