মেসি-নেইমার-সুয়ারেজ থাকতে বার্সেলোনার কোনদিনই রোনালদোকে দরকার হবে না; কিন্তু বার্সেলোনাতেই তিনজন রোনালদো খেলে থাকেন! একটু অবাক করার মত হলেও এটাই সত্যি। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা পল ব্রেইটনারের মত বার্সেলোনার তিনজন রোনালদো রয়েছে।
১৯৭৪-১৯৭৭ সাল পর্যন্ত তিন মৌসুম রিয়ালের জার্সি গায়ে মাঠ মাতিয়েছিলেন পশ্চিম জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলার ব্রেইটনার। রোনালদোর কথা ধরে তার সমালোচনা করতেও পিছপা হননি এই তারকা। তিনি বলেছেন, ‘যদি সব প্লেয়ার রোনালদোর মতই হতো তাহলে রিয়াল মাদ্রিদ ৩০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকতো। আপনার কখনও ১১টা মেসি কিংবা ১১টা রোনালদো মাঠে খেলবে না। যারা খেলবে তারা কি এক লেভেলের হবে? কখনোই না!’
কিন্তু রোনালদোর গোল করার দক্ষতাকে ঠিকই প্রশংসায় ভাসিয়েছেন এই জার্মান ফুটবলার। ‘রিয়াল মাদ্রিদের পুরো দলটাই রোনালদো কেন্দ্রিক থাকে। দলের সব প্লেয়ার রোনালদোর দিকে বল দেয়, কারণ সে গোল স্কোরার। রোনালদোর শুধু এই জিনিসটাই আপনার ভালো লাগবে।’
কিন্তু বার্সেলোনার? বার্সেলোনার তিন তারকা এমএসএন গোলের পর গোল করেই যাচ্ছেন। বায়ার্ন মিউনিখে খেলা সাবেক এই ফুটবলার বলেন, ‘কিন্তু আপনার বল ডিফেন্স করতেও শুখতে হবে। রোনালদো, তোমার প্রতিটা বলে পায়ের ছোয়া থাকতে হবে। কিন্তু রাইভালবার্সেলোনার বিপক্ষে এটা কঠিন কারণ তাদের তিনজন রোনালদো রয়েছে।’
মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে দুই তারিখ রাতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।