নারীর যৌনতা নিয়ে পুরুষের কৌতুহলের কোনও শেষ নেই। নারীর মন পাওয়ার জন্য পুরুষ তাঁদের নানারকম ভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করেন। নতুন নতুন উপহার থেকে শুরু করে নতুন নতুন ভাবে মনের মানুষকে আদর করে, নিজের ভালবাসার রমণীকে নিজের কাছে বেঁধে রাখতে সক্ষম হন পুরুষ।
তবু অনেকক্ষেত্রেই মহিলাদের সম্পূর্ণ যৌনসুখ দিতে ব্যর্থ হন পুরুষরা।যদিও প্রত্যেক স্বামীর উচিত নিজের স্ত্রীকে পরিপূর্ণ সুখ দেওয়া।
সমীক্ষায় জানতে পারা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা যৌনতার সময় সম্পূর্ণ তৃপ্তি পাননা। এক্ষেত্রে পুরুষের সঠিক যৌন জ্ঞানের অভাবেই যৌন তৃষ্ণা মেটেনা নারীর। বেশিরভাগ সময় সেক্স করার সময় হয়ত অর্গাজম পর্যন্ত হয়না তাঁদের।
ফলত মানসিক বিষন্নতা গ্রাস করে তাঁদের। পরবর্তী যৌন মিলনেও আগ্রহ দেখান না তাঁরা। কিন্তু এই সমস্যার সমাধান রয়েছে। মনের মানুষকে রতিসুখ দিতে এবং তাঁদের যৌনতার শিখরে দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে মেনে চলুন প্রতিবেদনে উল্লেখ করা টিপসগুলি এবং সম্পর্ককে আরও মধুর করে তুলুন।
১. মহিলাদের স্পর্শকাতর স্থানে, যেমন ঠোঁট, গলা, গাল ও কানে আলতো করে চুমু খান। আপনার নিঃশ্বাসের শব্দ যেন তাঁর কানে শোনা যায়।
২. আপনার সঙ্গিনীর সঙ্গে ভীষণ ভাবে ঘনিষ্ঠ হন। তাঁর উরু এবং নিতম্বে স্পর্শ করুন। তাঁকে বোঝান,আপনি তাঁকে পেয়ে চরম সুখী।
৩. সঙ্গমের পূর্বে ফোরপ্লে এবং স্পর্শকাতর অঙ্গে ও যৌনাঙ্গে আদর করুন।
৪. নারীর যৌনাঙ্গে স্পর্শ করুন। মর্দন করুন। ফলে নারী দ্রুত উত্তেজিত হয়।
৫. নারীর দেহের স্পর্শকাতর অঙ্গগুলি মর্দন করুন।