বলতে পারেন লাস্ট মিনিট সাজেশন। বলতে পারেন, স্রেফ জানার জন্য জানা। কিন্তু এই ৫টি তথ্য নিঃসন্দেহে বেশ অদ্ভুত। জেনে রাখতে ক্ষতি কী?
মন নয়। ভালবাসা কি আসলে হরমোনের খেলা?
১. প্রেমে পড়তে চকোলেট খান। এতে থাকে ফেনিলইথিল্যামাইন, যা ডোপামাইন এবং নোরেপিনেফ্রাইন হরমোন নিঃসরণে সাহায্য করে। এই দু’টি হরমোনই কিন্তু প্রেমে পড়ার জন্য দায়ী।
২. জানেন, প্রথম দর্শনে প্রেমে পড়তে ঠিক কতক্ষণ লাগে? ৯০ সেকেন্ড থেকে ৪ মিনিট। আর প্রথম দর্শনে প্রেমের ৫৫ শতাংশই হয় একজনের শরীরী ভাষা দেখে।
৩. সেক্স তো বটেই, প্রেমাষ্পদের ছবির দিকে তাকিয়ে থাকলেও মাথাব্যথার মতো ছোটখাটো যন্ত্রণা কমে যাবে। কেননা, এতে শরীর থেকে নিসৃত হয় অক্সিটোসিন, যা ন্যাচলার পেনকিলার।
৪. একসঙ্গীতে জীবন কাটায় কত শতাংশ প্রাণী? মাত্র ৩! হ্যাঁ। আর সেই তালিকায় আছে পেঙ্গুইন, ঈগল, নেকড়ে, রাজহাঁস ইত্যাদি। মানুষ নেই।
৫. প্রেম ভাঙলে মারাত্মক অসুখ হতে পারে। যা হৃৎপিণ্ডে পর্যন্ত প্রভাব ফেলতে পারে। এই অসুখের নাম ‘‘ব্রোকেন হার্ট সিনড্রোম’’।
https://www.youtube.com/watch?v=YLw-v72eTWU