অনেক কাবাব তো খেয়েছেন। কিন্তু জানেন কি বিশ্বের সবথেকে দামী কাবাব কোথায় পাওয়া যায়? বিশ্বের সবথেকে দামি কাবাবের দাম কত?
অনেক মানুষের কাছে কাবাবটা সবথেকে প্রিয় একটা খাবার। কিন্তু কাবাবের দাম কত হতে পারে বলে আপনার ধারণা? লন্ডনের হ্যাজেফ রেস্তোরায় যে স্পেশাল কাবাবটা পাওয়া যায়, তার একটার দাম ৯২৫ ডলার। শুধু দামটা শুনে চমকে গেলে চলবে। বিশ্বের সেরা কাবাবটা খাবেন, আর তার জন্য একটু ব্যয় করবেন না?
হ্যাজেফ রেস্তোরার শেফ প্রসঙ্গে জানিয়েছেন, তাঁরা কোনও একটি বিশেষ খাবার বানানোর পরিকল্পনা করেছিলেন। এমন খাবার যা সবার থেকে আলাদা হবে। বিশেষ কোনও ধরণের কিছু। তাই তাঁরা এই ‘রয়্যাল কাবাব’ বানালেন।