বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:12 pm, শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। সরকারও এর দায় এড়াতে পারে না। যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরও বিচারের আওতায় আনা উচিত।

এদিকে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে গণতন্ত্রের চর্চা করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে সাভারের খাগানে ব্র্যাক সেন্টারে সুপ্রিমকোর্ট আয়োজিত ‘আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিচারিক কাজের যথাযথ মূল্যায়ন এবং সাফল্য নির্ধারণের মানদণ্ড নিরূপণ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন বার্নিকার্ট।

marcia-bernicatরাষ্ট্রদূত মনে করেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে এসব ঘটনায় জড়িত বাহিনীগুলোকে যথাযথ প্রশিক্ষণ দেয়া প্রয়োজন।

ইউপি নির্বাচনে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বার্নিকাট বলেন, গণতন্ত্রের সঠিক চর্চা করার জন্য মানুষের ভোটাধিকার প্রয়োগ ও সহিংসতা বন্ধ করতে সরকার, আইন প্রয়োগকারী সংস্থাসহ সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নির্বাচনী সহিংসতায় নিহতদের প্রতি সহমর্মিতাও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com