সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হলে তা কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘ধর্মীয়ভাবে সংখ্যালঘুর ওপর হাত তুলবেন, আর শেখ হাসিনার সরকার ঘরে বসে থাকবে, তা হবে না।’
শুক্রবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকার সংখ্যালঘুদের শতভাগ নিরাপত্তা দিচ্ছে, এটা দাবি করছি না। তবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হবে, আর শেখ হাসিনার সরকার ঘরে বসে থাকবে, তা হবে না।’
আশরাফ বলেন, ‘সংখ্যালঘুরা সবসময়ই একটা অস্তিত্বের সংকটে থাকে। এর বিরুদ্ধে আপনি একা কেন রুখে দাঁড়াবেন? আমি কেন রুখে দাঁড়াব না? কেন আমরা বাংলাদেশে তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারি না? কিন্তু আমরা যতই আশা করি, কিছু মানুষ আছে; যারা অবিচার করে।’
তিনি বলেন, ‘একজন হিন্দুকে হিন্দু বলে, খ্রিস্টানকে খ্রিস্টান বলে, গারোকে গারো বলে নির্যাতন করা হবে, বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেয়া হবে, এটা কোনো সভ্য মানুষের কাজ না। আমাদের যেভাবেই হোক সংখ্যালঘুদের রক্ষা করতে হবে।’
আশরাফ বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে কেন তাদের রক্ষায় এগিয়ে আসব না? এটি শুধু ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্বের বিষয় না, এটা সমগ্র জাতির এবং আমাদের অস্তিত্বের বিষয়। আসুন ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় রুখে দাঁড়াই। কারণ তাদের অস্তিত্ব বিপন্ন করে আমি নিরাপদে থাকব, এটা হতে পারে না।’
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, মৎস্য ও প্রাণিজ সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ পংকজ দেবনাথ প্রমুখ।