সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নে জাকের পার্টির জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল তিনটায় নাটুয়ারপাড়া বাজারে আয়োজন করে জাকের পার্টির কাজিপুর পূর্ব অঞ্চল উপজেলা শাখার মূলদল ও সহযোগী সংগঠন। জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে ও জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাহদীর সঞ্চালনায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল, ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড.সায়েম আমীর ফয়সাল।
মোস্তফা আমীর ফয়সাল বলেন, জাকের পার্টি তিমি মাছের মতো। জাকের পার্টির কোন সদস্যকে টাকা দিয়ে কেনা যায় না, আগামীর বাংলাদেশ জাকের পার্টির বাংলাদেশ হবে, জাকের পার্টি ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব দূর করা হবে, বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিলে প্রত্যেকটি আসন থেকে জাকের পার্টি প্রার্থী দেবে।
ড.সায়েম আমীর ফয়সাল বলেন ৪২,৭৬১ টি কেন্দ্র ও ২,৪৪,৭৩৯ টি ভোট কক্ষ নিরাপত্তায় জাকের পার্টির নেতা কর্মী ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে ভোট একটি আমানত যা গত ৫৪ বছরে খেয়ানত করা হয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে ব্লক চেইন পদ্ধতি (ই-ভোটিং) চান যাতে প্রবাসীর ভোট প্রদান করতে পারে তিনি জাকের পার্টির শক্তি নিয়ে বলেন জাকের পার্টি ভোরে উঠা সূয্যের মতো এর তাপ ধিরে ধিরে ভারবে যেমন দুপরের সূর্য্যের দিকে সবাইকে মাথা নথ করতে হয় এক সময় এই পার্টির আর্দশের কাছে সবাইকে মাথা নথ করতে হবে।
জনসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, জেলা জাকের পার্টির সহ-সভাপতি তবিবর রহমান, জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্টের সভানেত্রী সানজিদা তালুকদার হেনা, জেলা জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সুলতান মাহমুদ, কাজিপুর উপজেলা পশ্চিম অঞ্চলের সভাপতি ও এমপি প্রার্থী রেজাউল করিম, জাকের পার্টি কাজিপুর উপজেলা পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক বকুল হোসেন, জাকের পার্টি খাসরাজবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি ফরিদুল হক।
জনসভা শেষে একটি র্যালী বের হয়ে নাটুয়ারপাড়া বাজার প্রদক্ষিণ করে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।