রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা চব্বিশের জুলাই আন্দোলনের প্রত্যেকটি শহীদের ঘটনা তুলে আনতে হবে : চিফ প্রসিকিউটর বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্ত করবে ৪ দেশের বিশেষজ্ঞরা : স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে অঙ্গীকারবদ্ধ সরকার: আদিলুর গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার : ড. আসিফ নজরুল শাহবাগে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ হঠকারিতার সুযোগ নেই, ফেব্রুয়ারির সুষ্ঠু নির্বাচনই সরকারের মুক্তি: সাইফুল হক ‘সংস্কার দিয়ে জনগণের হাতে ক্ষমতা আসবে না’ শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস কারা এনসিপিতে আসতে পারবে না, জানালেন সারজিস

যমুনা রেলসেতুর পিলারে ফাটল: আতঙ্ক নয়, স্বাভাবিক ‘হেয়ারক্র্যাক’ বলছে কর্তৃপক্ষ

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : 4:06 pm, শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি। ছবিগুলো দেখেই অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন—দেশের সবচেয়ে ব্যয়বহুল রেলসেতু কি তাহলে ঝুঁকিতে?

কিন্তু কর্তৃপক্ষ বলছে, “এগুলো আসল ফাটল নয়, বরং প্রচণ্ড গরমের কারণে কংক্রিটে ক্ষুদ্র ‘হেয়ারক্র্যাক’ বা সূক্ষ্ম ফাঁকা তৈরি হয়েছে, যা কাঠামোগতভাবে কোনো বিপদ সৃষ্টি করছে না।”

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারী প্রধান প্রকৌশলী নাইমুল হক জানান, “সেতুর প্রায় ৮ থেকে ১০টি পিলারের নিচের অংশে চুলের মতো ক্ষুদ্র চির দেখা গেছে। এটি ০.১ থেকে ০.৩ মিলিমিটার পর্যন্ত ছোট ফাঁকা। নির্মাণ ত্রুটি নয়—এটি প্রাকৃতিকভাবে কংক্রিটের তাপজনিত প্রতিক্রিয়ায় হয়ে থাকে।”

তিনি আরও বলেন, “এই ফাটলগুলো এখনই বিশেষ আঠার প্রলেপ দিয়ে মেরামত করা হচ্ছে। কোনোভাবেই ট্রেন চলাচলে বা সেতুর স্থায়িত্বে এর প্রভাব পড়বে না।”

এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল থেকে ফেসবুকের একাধিক পেজে সেতুর পিলারের ফাটলের ছবি ছড়িয়ে পড়ে। কেউ কেউ পোস্টে লিখেন, “নতুন সেতুতে ফাটল!”—এমন শিরোনামে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় ও অনলাইন মহলে।

এ বিষয়ে প্রকৌশলী নাইমুল হক বলেন, “কেউ কেউ ছবিগুলো বড় করে প্রকাশ করে জনসাধারণের মাঝে ভয় তৈরি করছেন। বাস্তবে এটি তেমন কিছু নয়—এ ধরনের হেয়ারক্র্যাক বিশ্বব্যাপী কংক্রিট কাঠামোতে স্বাভাবিক বিষয়।”

চলতি বছরের ১৮ মার্চ প্রধানমন্ত্রী বেলুন উড়িয়ে উদ্বোধন করেন দেশের দীর্ঘতম রেলসেতু—যমুনা রেলওয়ে সেতু। এতে রেল যোগাযোগে এক নতুন যুগের সূচনা হয়।

১৬ হাজার ৭৮০ কোটি টাকায় নির্মিত ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করেছে জাপানের ওটিজি ও আইএইচআই যৌথভাবে। পুরো ব্যয়ের ৭২ শতাংশ অর্থায়ন করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

সেতুর দুটি লাইনই ডুয়েল গেজ ডাবল ট্র্যাক, যার একটি লাইন দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে।

প্রকৌশল বিশেষজ্ঞরা বলছেন, “হেয়ারক্র্যাক কোনো নতুন বিষয় নয়। এটি কংক্রিটের পৃষ্ঠে সূক্ষ্ম রেখা, যা অধিকাংশ ক্ষেত্রেই বাহ্যিক তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাবে তৈরি হয়। নিয়মিত পর্যবেক্ষণ ও প্রলেপের মাধ্যমে সহজেই এটি নিয়ন্ত্রণে রাখা যায়।”

চরের মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, “সেতুটা শুধু রেলপথ নয়, এটা উত্তরবঙ্গের প্রাণ। তাই নিরাপত্তা নিশ্চিত রেখে রেল যোগাযোগ অব্যাহত থাকাই আমাদের প্রত্যাশা।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com