দিনাজপুরের ঘোড়াঘাটে বিভিন্ন চার্চের সভাপতি- সম্পাদক ও প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা র্যালি অনুষ্ঠিত হয়েছে। (২০ সেপ্টেম্ব) শনিবার সকালে ওসমানপুর আদিবাসী উনয়ন সংস্থার কার্যালয়ে এ সভা হয়। ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন-বিসিএ এর আয়োজনে আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি লুইস মুর্মুর সভাপতিত্বে মতবিনিময় বক্তব্য রাখেন, বিসিএ এর সভাপতি মাতিয়াস মার্ডি, সাধারণ সম্পাদক অনিল মার্ডি, সহ-সভাপতি সুভাস মার্ডি, আদিবাসী উনয়ন সংস্থার কোষাধ্যক্ষ মাইকেল মার্ডিসহ অনেকে। সভায় বক্তারা বিভিন্ন চার্চের বর্তমান পরিস্থিতি ও সমস্যা নিয়ে আলোচানা করেন। সভায় বিভিন্ন চার্চের সভাপতি-সাধারণ সম্পাদক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে র্যালি অনুষ্ঠিত হয়।