সমাজের সব শ্রেণি-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে ফেনী জেলার সদর উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।
জামায়াতের আমির ফেনী জেলার সদর উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েও বন্যাদুর্গতদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ফুড প্যাকেট উপহার ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মু. ফখরুদ্দিন মানিক, জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদ প্রমুখ।