সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. জামাল উদ্দিন ভূঞা পদত্যাগ করেছেন।
গতকাল বুধবার তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে বিতর্কিত ভূমিকা এবং নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে দীর্ঘদিন থেকে শিক্ষার্থীরা তার পদত্যাগের আন্দোলন করছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে বুধবার পদত্যাগ পত্র জমা দেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রেরিত পত্রে তিনি উল্লেখ করেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২১ নভেম্বর ২০২২ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৬১.১৪.৪৩৪ স্মারকমূলে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী তিনি ২১ নভেম্বর ২০২২ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। তবে বর্তমানে ব্যক্তিগত কারণে তিনি এ পদ থেকে অব্যাহতি চেয়েছেন।
সিকৃবি জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করে জানায়, এরআগে বুধবার বিকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুপস্থিতিতে অনুষ্ঠিত ডিন কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়টির ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করবেন।