নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সিরাজগঞ্জের কাজিপুর রাণী দিনমণি (আরডি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী ক্ষুদিরাম কুমার
সাহা’র পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বুধবার (২১ আগস্ট) সকালে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে শিক্ষার্থীরা। ১দফা শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। এসময় তারা বিদ্যালয় প্রাঙ্গন থেকে উপজেলা সদর পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমরা কাজিপুর উপজেলাস্থ রানী দিনমণি (আরডি) বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী। আর.ডি উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে তার ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের নিকট থেকে প্রয়োজনের অতিরিক্ত অর্থ আদায়সহ নিয়ম বর্হিভূত বিভিন্ন কার্যকলাপে জড়িত থেকেছেন।
দুর্নীতির বিষয়গুলো হলো, একজন অযোগ্য ব্যক্তি কিভাবে ১৭,০০০,০০/- (সতের লক্ষ) টাকা দিয়ে প্রধান শিক্ষক পদে নিযুক্ত হয়ে এবং সে কথা শ্রেণি কক্ষে গিয়ে ছাত্র/ছাত্রীদেরকে সামনে সরাসরি বলেন। এবং সেই টাকা স্কুল থেকে তুলবে। তাহার কোন ক্ষমতা থেকে এই কথা বলে। এই সতের লক্ষ টাকা কারা গ্রহণ করিলেন এবং প্রধান শিক্ষক পদে নিযুক্ত করলেন এর যথাযথ তদন্ত হোক। বিগত বছরগুলো থেকে তার করা অন্যায় ও অত্যাচারের প্রতিবাদ করলে শিক্ষার্থীদের রাজনৈতিক এবং আইনগতভাবে হেনস্তা করা হয়। প্রতিবাদকারীদের ফর্ম ফিলাপ আটকে দেয়ার হুমকি দেয়া হয়।
প্রধান শিক্ষক নিয়োগের পূর্বে প্রাতিষ্ঠানিক শিক্ষা বিষয়ক আর্থিক লেনদেন ও শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে পাওয়া সুযোগ সুবিধার সাথে বর্তমানের কোন মিল পাওয়া যায় না। এবং বিদ্যালয়ের কোন কার্যক্রমে প্রধান শিক্ষক সকল শিক্ষকের মতের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কার্যক্রম করেন। সকল বিষয়ে অধিক অর্থ আদায়ের চেষ্টা করেন। বর্তমান প্রধান শিক্ষক (ক্ষুদিরাম সাহা) দায়িত্ব পাওয়ার পর থেকে পাশ্ববর্তির সকল বিদ্যালয়ের শিক্ষার মানের চেয়ে আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান অত্যন্ত নিম্নমান।
এছাড়াও বিভিন্ন সময় সে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে অনেক দুর্নীতি করেছেন। তাই আমরা বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী ও সকল অভিভাবকগণ এই দুর্নীতিবাজ শিক্ষক (ক্ষুদিরাম সাহা) এর অপসারন দাবি করছি।
এবিষয়ে আরডি হাই স্কুলের প্রধান শিক্ষক ক্ষুদিরাম কুমার সাহা’র সাথে বার বার যোগাযোগ করে পাওয়া যায়নি।