রাজধানীর দক্ষিণ বনশ্রীতে আবাসিক এলাকায় সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করার প্রতিবাদে বিক্ষোভ করছেন হকারদের একটি দল। বুধবার (২১শে আগস্ট) সকাল থেকেই মেরাদিয়া এলাকার জে ব্লক ও এইচ ব্লকের মধ্যবর্তী রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন হকাররা। এসময় হিজড়াদের একটি দলকেও হকারদের পক্ষে কথা বলতে দেখা যায়। এক পর্যায়ে বেলা ১১:০০টার দিকে পিবিআই অফিসের সামনে থেকে মিছিল নিয়ে রামপুরা-ডেমরা রোড (বনশ্রী মেইন রোড) অবরোধ করেন তারা। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পরেন অজস্র মানুষ।
এদিকে স্থানীয় বাসিন্দারা আবাসিক এলাকায় হাট বসানোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের দাবী, আবাসিক এলাকায় হাট বসালে তাদের চলাফেরা সহ নানাবিধ ভোগান্তিতে পরতে হয়। বনশ্রী সোসাইটির সাধারণ সম্পাদক জানান, হকাররা তার গায়ে হাত দিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করেছেন। এছাড়াও হকাররা হিজড়াদের ডেকে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলেও অভিযোগ তার।
প্রসঙ্গত, দক্ষিন বনশ্রীর মেরাদিয়া আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবৎ প্রতি বুধবার ভাসমান হকারদের সাপ্তাহিক হাট বসতো। গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বনশ্রী সোসাইটির পক্ষ থেকে আবাসিক এলাকায় এই হাট বন্ধ ঘোষণা করা হয় এবং শুধুমাত্র আবাসিক এলাকার বাইরে অনুমোদিত স্থানে দোকান বসাতে বলা হয়।