ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম কোভিড যোদ্ধাদের সম্মাননা প্রদান করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। আজ দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাভার উপজেলা শাখার সভাপতি মোবারক হোসেন, সিংগাইর শাখার সভাপতি আবু সাইদ, কেন্দ্রীয় কমিটির মহাসচিব সোনাম উদ্দিন সোহেল, জিটিভির সাংবাদিক ও নাট্ট ব্যক্তিত্ব আজিম উদ্দিন, ইউএনএফের নির্বাহী পরিচালক তোফায়েল হোসেন তোফাসানি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, সাভার উপজেলায় সর্বস্তরের মানুষের সহযোগীতায় আমরা কোভিডকে মোকাবেলা করেছি। পল্লী ডাক্তার, স্বেচ্ছাসেবক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রায় ৩ হাজার ভলেন্টিয়ার সার্বক্ষণিক ভাবে কোভিড মোকাবেলায় অংশগ্রহণ করেছেন। যে কারণে সাভার উপজেলা আজ দৃষ্টান্ত হয়ে আছে।
পরে প্রধান অতিথি ডা. সায়েমুল হুদা কোভিড যোদ্ধাদের মাঝে সম্মাননা সনদপত্র বিতরণ করেন।