ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ২ নং সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদির আহাম্মেদ ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সোহাগী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি সোহাগী রেলওয়ে স্টেশন সহ বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সোহাগী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার কবির হিরো, সাবেক সাধারণ সম্পাদক নাসরুল্লাহ খান মুজাহেদী প্রমুখ। আনোয়ার কবির হিরো তার বক্তব্যে বলেন, গত আড়াই বছরে সোহাগী ইউনিয়নের গরীব মানুষের জন্য যত ত্রান-সামগ্রী এসেছে, ইউপি চেয়ারম্যান সেগুলো গরীব মানুষকে না দিয়ে কিছুসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ভাগ বাটোয়ারা করে খেয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা তাদের তাজা রক্ত দিয়ে এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছে এবং ভোট বিহীন নির্বাচনের মাধ্যমে বার বার ক্ষমতায় আসা স্বৈরাচারী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাদের রক্তকে বৃথা যেতে দেওয়া হবে না। বক্তব্যে তিনি সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদির আহাম্মেদ ভূঁইয়ার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও ঘোষণা দেন। এসময় ইউপি চেয়ারম্যানের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং নামফলক খুলে ফেলা হয়।
মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোহাগী ইউনিয়ন যুবদল-এর সাবেক সভাপতি এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য মঞ্জুরুল হক ভূঁইয়া, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা যুবদলের সদস্য নাজমুল হুদা গোলাপ সহ সোহাগী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ/সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।