নওগাঁর মান্দায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার উত্তর পরানপুর মধ্যপাড়া গ্রামের সোহেলের বাড়ির খলিয়ানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আয়েজ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মান্দা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, বিএনপি নেতা রবিউল্লাহ রবি ও দেলোয়ার হোসেন,মান্দা উপজেলা যুবদলের সভাপতি আবদুল জলিল, ডিএম আবদুল মালেক ও মাষ্টার এনামুল হক, ছাত্রনেতা জাহিদ হোসেন প্রমুখ। শেষে আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।