কুড়িগ্রাম ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের অবৈধ ভাবে নিয়োগ প্রাপ্ত ও দুর্নীতিবাজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বুলবুলের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে মহাবিদ্যালয়টির শিক্ষক-কর্মচারীরা। গত ১৮ আগস্ট’২০২৪ইং মহাবিদ্যালয়ের প্রধান গেটের সামনে ১১টা ৩০ মিনিট হতে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ ইউনুছ আলী, মোঃ আবুল হোসেন মিয়া, সফুরা খাতুন, আবু সাঈদ, মোঃ নুরুল ইসলাম, শহিদুল ইসলাম পাটোয়ারী, মোঃ সাহাব উদ্দিন, সাইদুর রহমান, গভর্নিং বর্ডির শিক্ষক প্রতিনিধি আশরাফুজ্জামান রাজু, হারুন অর রশিদ, প্রভাষক মোঃ তৈয়বুর রহমান প্রমূখ। বক্তাগণ বলেন- এই সুনামধন্য মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ মিজানুর রহমান বুলবুল অভিজ্ঞতা না থাকা স্বত্তে¡ও স্বৈরাশাসকের ক্ষমতাবলে অবৈধ ভাবে অধ্যক্ষ পদে নিয়োগ গ্রহণ করেন। বিগত ৮ বছরেও তিনি এমপিও সিটে নাম অন্তর্ভূক্ত করে বেতন চালু করাতে পারেনি। অবৈধ ভাবে অধ্যক্ষের চেয়ারে বসে থেকে পেশি শক্তির জোরে দুর্নীতি ও নৈরাজ্যে মেতে উঠেন। এই মানববন্ধন থেকে বক্তাগণ অভিলম্বে অবৈধ নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ বুলবুলের পদত্যাগ দাবি করেন। সেই সাথে অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার কর্মসূচীর ঘোষণা করেন শিক্ষক-কর্মচারীরা। উল্লেখ্য, স্বৈরাচার শাসকের পতন হলে গত ৬ আগস্ট ২০২৪ইং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা মহাবিদ্যালয়ের অবৈধ নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি করে তার রুমে তালা লাগিয়ে দেওয়ার পর থেকে অধ্যক্ষ মহাবিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।