যুবদলের কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ী সারাদেশে বিক্ষোভ কর্মসুচির ন্যায় রংপুরের কাউনিয়ায় উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল তিনটায় বাসস্টান্ড মোড়ে বিএনপির দলীয় কার্যালয় (পুরাতন) থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইক্রো স্টান্ডে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলু,সাবেক সাধারন সম্পাদক শফিকুল আলম সফি,যুগ্ন আহব্বায়ক আব্দুর রহিম, জামিনুর রহমান,আলমগীর চৌধুরী লিটন,সদস্য মতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক সরকার, যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক আব্দুর রহিম,সদস্য সচিব আব্দুল আজিজ বাবু,সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর, যুগ্ন আহব্বায়ক ওয়াকিল, মুক্তি,রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক বাবু,সদস্য সচিব মোসাব্বের আহম্মেদ কোয়েল,সিনিযর যুগ্ন আহব্বায়ক মোসাব্বের,উপজেলা ছাত্রদলের আহব্বায়ক তরিকুল ইসলাম,সদস্য সচিব আপেল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশ প্রেমিক চৌকস সেনা অফিসারদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের উপর নিষ্ঠুরতম গণহত্যা, ১৭বছর ধরে গনতন্ত্র পুর্নদ্ধারে লড়াই করা ইলিয়াস আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারন মানুুষকে গুম,খুন,হত্যা, নির্যাতন করা, বৈষম্য বিরোধী ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে খুনি শেখ হাসিনাকে দেশের মাটিতে বিচারের দাবি জানান।