গণআন্দোলনের মুখে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ঘুরে জনগণকে শান্তির পথে আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
সোমবার (১২ আগস্ট) বিকেলে ৩ নং সরিষা ইউনিয়নের মহেশপুর বাজারের পথসভায় মাজেদ বাবু বলেন, “(গুম অবস্থায়) আমি ইলেকট্রিক শক খেয়ে এসেছি। আমি যে এখানে আপনাদের সামনে এসে দাঁড়াতে পারবো, আমি নিজে বিশ্বাস করিনাই। আমাকে তারা ৩০ মিনিট সময় দিয়েছিলো, (বলেছিলো) ৩০ মিনিট পর তারা আমাকে গুলি করে হত্যা করবে।”
তিনি আরো বলেন, “এখানে গত ১৭ বছরে যে রাজনীতি হয়েছে, আমি সেই রাজনীতি করতে আসিনাই।”
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আজকে আমি যদি মাফ করে দিতে পারি আমার বাসা ভাঙার পরও, বেগম খালেদা জিয়া যদি মাফ করে দিতে পারেন, তারেক রহমান যদি মাফ করে দিতে পারেন, আপনারা (কিছু একটা) হয়ে গিয়েছেন?
মাজেদ বাবু বলেন, “শুধু আওয়ামী লীগের নয়, যারা বিএনপির নাম ধরে চাঁদাবাজি করতেছে, বাসায় হামলা করতেছে, সেনাবাহিনী কাওকেই ছাড়বে না। আপনাদেরকে যদি এখন পিঠমোড়া করে বেঁধে নিয়ে যায়, আর বলে বাবুর লোক, আমি মুখ দেখাতে পারি?”
তিনি বলেন, “আমি ভালো কিছু করতে এসেছি। আমি কারো বাসাবাড়ি ভাঙতে চাই না, কারো দোকান লুটপাট করতে চাই না, কারো কাছ থেকে চাঁদা খেতে চাই না। যদি আাপনাদের এটা করতে হয়, আপনারা চাঁদাবাজি করে যতো টাকা উঠাবেন (মনে করেন), তার থেকে বেশি টাকা আপনারা আমার কাছ থেকে নিয়েন। আমার অনুরোধ। কিন্তু আমাকে আপনাদের সাথে চাঁদাবাজ বানাইয়েন না, লুটেরা বানাইয়েন না। আপনারা কারো বাসাবাড়ি ভাঙবেন না।
সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “প্রত্যেকটা হিন্দুবাড়ির নিরাপত্তা আপনাদেরকে দিতে হবে। নয়তো আমরা আপনাদেরকে ধরবো। আর এই জাতীয় (ধ্বংসাত্মক) কর্মকাণ্ড কেও যদি করে থাকে, সে আমার সাথে রাজনীতি করার অধিকার রাখে না। আমি তাকে বহিষ্কার করার ব্যবস্থা করবো, ২৪ ঘন্টার ভিতরে।”
মাজেদ বাবু নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “যারা আমার বাসা ভেঙেছিলো, তারাই কিন্তু আজ এমপি সুমনের বাসা ভেঙেছে, সাত্তার সাহেবের বাসা ভেঙেছে। এরা কিন্তু একই লোক। যারা গত ১৭ বছর আপনাদেরকে নির্যাতন করেছে, আপনাদের কাঁধে ভর দিয়ে তারা যেন এখন অন্যদেরকে নির্যাতন করতে না পারে, এটা আপনারা খেয়াল রাখবেন। আমার কথা একটাই, কোনোভাবেই আপনাদের দ্বারা যাতে কোনো একটা মানুষ নির্যাতিত না হয়। আপনারা ভালোবাসা দিয়ে মহৎ হোন।”
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ. কে. এম. হারুন-অর-রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মুসা মিয়া, ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সদস্য মো. নাজমুল হুদা গোলাপ, ঈশ্বরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামাল হোসেন সরকার, ৩নং সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল্লাহ খান জামান এবং সরিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হারুন অর রশিদ স্বপন প্রমুখ।
এর আগে মাজেদ বাবু সোহাগী বাজারে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, এবং সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় অন্যান্য নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন, সোহাগী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার কবির হিরো, সোহাগী ইউনিয়ন যুবদল-এর সাবেক সভাপতি এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য মঞ্জুরুল হক ভূঁইয়া সহ বিএনপি ও অঙ্গ/সহযোগী সংগঠন সমূহের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।