বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্থ যোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ (বাবু) কারামুক্ত হয়ে নিজ এলাকায় ফিরেছেন। শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ঈশ্বরগঞ্জ আসেন তিনি। জানা যায়, গত ৩০ জুলাই সিটিটিসির (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) একটি দল তাঁকে তাঁর গুলশানের বাসা থেকে তুলে নিয়ে যায়। অত:পর পাঁচ দিন তাকে আয়না ঘরে গুম করে রেখে শারীরিক নির্যাতন করার পর ৫ আগস্ট নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়। সরকার পতনের পর ৬ আগস্ট জামিনে মুক্তি পান তিনি। তার আগমনে ঈশ্বরগঞ্জে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে লুৎফুল্লাহেল মাজেদ (বাবু) বলেন, ‘আমাকে তুলে নিয়ে আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। আমার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আর্থিক সহায়তা করার অভিযোগ করা হয়েছিল। আইন অনুযায়ী, কাউকে ধরে নিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। কিন্তু আমার ক্ষেত্রে তা করা হয়নি।’
বিএনপির এই নেতা বলেন, তাঁকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে দলের নেতা-কর্মীরা খোঁজ নিচ্ছেন। তাঁদের উদ্বেগ ও উৎকণ্ঠা দূর করার জন্য অসুস্থ শরীর নিয়েও তিনি ঈশ্বরগঞ্জে এসেছেন।
সমাবেশে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে অনেক সুযোগসন্ধানী ব্যক্তি ভাঙচুর ও নিরীহ মানুষের সহায়-সম্পদ লুটপাট শুরু করেছে। শুনছি, ঈশ্বরগঞ্জ উপজেলার কোনো কোনো জায়গায় এমন ঘটনা ঘটেছে। তাঁদের তালিকা করে কঠোর বিচারের সম্মুখীন করা হবে। দলের কেউ অন্যায় করলেও ছাড়া পাবে না। লক্ষ রাখবেন, অন্যায়কারীরা যেন বিএনপিতে প্রবেশের সুযোগ না পায়।’
তিনি আরো বলেন, “আমি ঈশ্বরগঞ্জের সর্বস্তরের মানুষদের একসাথে নিয়ে একটি আধুনিক ঈশ্বরগঞ্জ গড়ে তুলতে কাজ করতে চাই। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করি। আমি কোন সংঘাত পছন্দ করি না, তাই কোন সংঘাত দেখতেও চাই না। তারপরও যদি কেউ কোন সংঘাত করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
সমাবেশ শেষে তিনি দলীয় কার্যালয়ে গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া গ্রামের কলেজছাত্র শাহরিয়ার বিন মতিনের কবর জিয়ারত করেন তিনি।