ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে থানার কার্যক্রম কিছুদিন বন্ধ থাকার পর শনিবার (১০ আগস্ট) থেকে ময়মনসিংহের বিভিন্ন থানায় আবারো কাজে যোগদান করেছেন পুলিশ সদস্যরা। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন। তিনি জানান, ময়মনসিংহ পুলিশ রেঞ্জের মোট ৩৬টি থানার মধ্যে ৩৪টির স্বাভাবিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। বাকি দুইটি থানার কার্যক্রমও দ্রুতই শুরু হবে বলেও তিনি জানান।
এদিকে একইদিন দুপুরে কোতোয়ালি মডেল থানা পরিদর্শনে যান ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার কর্ণেল মাহমুদ হাসান এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা প্রমূখ। এ সময় কর্ণেল মাহমুদ হাসান সাংবাদিকদের জানান, পুলিশের অনুপস্থিতিতে আইন শৃংখলা পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে। তাই পুলিশের সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সারাদেশের মতো ময়মনসিংহের পুলিশ সদস্যরাও কর্মবিরতি পালন করে আসছিলেন এবং ১১ দফা দাবীতে ময়মনসিংহ পুলিশ লাইনে বিক্ষোভ প্রদর্শন করে আসছিলেন।
পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা যায়, মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।