ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার (১লা আগস্ট) বিকেলে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান সুমন-এর নেতৃত্বে থানা রোড থেকে একটি মিছিল বের হয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান সুমন এমপি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে। এই ১৫ বছরে দেশের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, যা স্বাধীনতার বায়ান্ন বছরে এর আগে হয়নি। এই সময়ে দেশের চেহারা পাল্টে গিয়েছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সেই উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে এবং দেশের সম্পদকে ধ্বংস করতে কোটা আন্দোলনে ভর করে কোমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে বিএনপি-জামায়াত-শিবির গত কিছুদিনে দেশে সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও দাবী করেন তিনি। বক্তব্যে স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ওয়ালিউল্লাহ রাসেল প্রমুখ।