দেশজুড়ে মোবাইল ইন্টারনেট চালু হওয়ায় মোবাইলের দোকানগুলোতে গ্রাহকদের ভিড় বেড়েছে । আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে বরগুনার বেতাগী পৌর শহরের মোবাইলের দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে।
সংশ্লিষ্ট দোকানিরা জানিয়েছেন, গত ১০ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর গতকাল বিকেলে পুনরায় চালু হওয়ায় সেবা নিতে আসা গ্রাহকদের চাহিদা বেড়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, গতকাল রবিবার বিকেলে ইন্টারনেট চালু হওয়ায় ব্যবহারকারীদের পুনরায় চাহিদা বেড়েছে।
গ্রাহকরা গ্রামীন, রবি, টেলিটক, বাংলালিংকসহ বিভিন্ন ধরণের সিমে জিবি অফারগুলো কিনছে। কেউ কেউ আবার নতুন সিম কিনছে। কেউ কেউ আবার নতুন মোবাইল কিনছে।
মোবাইল এবং জিবি অফার কিনতে আসা হেলাল উদ্দিন (৩২) বলেন, গত কিছুদিন ইন্টারনেট বন্ধ থাকায় পুনরায় মোবাইল এবং জিবি অফার কিনে নিলাম।
বেতাগী পৌর শহরে মল্লিক সেলসের স্বত্ত্বাধিকারী মো. সাইয়েদুল হক মল্লিক বলেন, গত ১০ দিন ইন্টারনেট বন্ধ থাকার পর পুনরায় চালু গ্রাহকদের চাহিদা বেড়েছে।
গত ১৮ জুলাই রাতে সারাদেশে ইন্টারনেট শাটডাউন করা হয়। টানা ১০ দিন পরে রবিবার (২৮ জুলাই) বিকেল ৩টা থেকে চালু হয় মোবাইল ইন্টারনেট।