ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্বিচার হামলার প্রতিবাদে বিভাগীয় শহর বরিশালে মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। ঠিক একই সময়ে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা চৌমাথা এবং বিএম কলেজের শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করেন।
এ প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে স্লোগান দিচ্ছিলেন।
মহাসড়ক অবরোধের কারণে বরিশালের সঙ্গে দক্ষিণের জেলা বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি একাংশের সব এলাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই প্রান্তে অসংখ্য পণ্য ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল, বঙ্গবন্ধু হল এবং মেয়েদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা স্লোগানে দিতে দিতে একাডেমিক ভবনের নিচতলায় জড়ো হন।
পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।