জেলার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর নীলিমা পয়েন্ট থেকে রোববার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে চারটি হরিণের চামড়া জব্দ করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম. জাহিদুল ইসলাম জানিয়েছেন, বিশেষ অভিযানে চারটি হরিণের চামড়া জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের চামড়া পরিবহনকারীরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চামড়াগুলো পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।