২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, জেলা আওয়ামী লীগের সদস্য কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, যুবউন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান, নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফেরদৌসী আকতারপ্রমূখ। আলোচনা সভা শেষে গণহত্যা দিবস উপলক্ষে সন্ধ্যায় উপজেলার জুড়াবান্দা বিলে স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্বলন করা হয়।