কুড়িগ্রামে যথাযথ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মো. মনজুর এ মোর্শেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. লুৎফর রহমান, মেডিকেল অফিসার আ ন ম গোলাম মোহামাইন, পাবলিক হেলথ নার্স প্রোগ্রাম অর্গানাইজার ডিএসএমওসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ জানান, ১৯৮১ সাল থেকে কুড়িগ্রাম জেলায় ৫ হাজার ২৬৪ কুষ্ঠরোগী শনাক্ত করা হয়েছে। ২০২৩ সালে শনাক্ত করা হয়েছে ২৬ জন। এসময় কুষ্ঠরোগের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সবাইকে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সন্দেহজনক কুষ্ঠরোগীকে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সমূহে রেফার্ড করার পরামর্শ দেওয়া হয়।