বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল সীমান্তে শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের লাশ দেখল বাংলাদেশী স্বজনরা সুন্দরগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপে ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের আর্থিক সহায়তা প্রদান  ঘোড়াঘাটে বিএনপি নেতার পূজা মন্দির পরিদর্শন ঘোড়াঘাটে তালাকপ্রাপ্তা শিক্ষিকা কর্তৃক সাবেক স্বামীকে হয়রানির অভিযোগ এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রে বাজেট সমঝোতা ব্যর্থ, শাটডাউন শুরু হচ্ছে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের নাটক মঞ্চস্থ হয়েছে: জয়নাল আবেদীন ফারুক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : 1:06 pm, মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, ৭ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচনের নাটক মঞ্চস্থ হয়েছে। যেখানে দেশের জনগণ ভোটকেন্দ্রে যায়নি, সেখানে ৪০ শতাংশ ভোট দেখিয়ে নির্বাচন কমিশন বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁতী দল ও ওলামা দল আয়োজিত লিফলেট বিতরণ কার্যক্রম কর্মসূচিতে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ফারুক।

ফারুক বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যেতে দেব না।
তাই আমরা মনে করি, জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণকে নিয়েই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। এই সরকার টিকে থাকতে পারবে না।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে শান্তিপূর্ণ কর্মসূচি ও লিফলেট বিলির মাধ্যমে জনগণের কাছে এই নির্বাচনে অংশগ্রহণ না করার বার্তা পৌঁছে দিয়েছি।
জনগণ আমাদের এই আবেদনে সাড়া দিয়েছে এবং জনগণ এই একদলীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাই আমরা মনে করি, নির্বাচনটি জনগণ শূন্য, অংশগ্রহণ শূন্য, অগ্রহণযোগ্য হয়েছে। একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার আরেকটি হীন প্রচেষ্টা চালানো হয়েছে। তারই বিরুদ্ধে আজকে নির্বাচনের পর আমরা শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করছি।
আগামীকালও আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম চলবে।’

জয়নাল আবেদীন ফারুক বলেন, ‘যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য গণতান্ত্রিক দেশ। তারা পর্যালোচনা করে যেটা বলবে, নিশ্চয়ই বলবে, তারা দেখেছে, তারা বলেছে, নির্বাচনী পর্যবেক্ষক প্রেরণ করেনি। অতএব তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। সত্যিকার অর্থে দেশে যদি গ্রহণযোগ্য নির্বাচন হয়, তারা সেটি বলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com