বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল সীমান্তে শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের লাশ দেখল বাংলাদেশী স্বজনরা সুন্দরগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপে ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের আর্থিক সহায়তা প্রদান  ঘোড়াঘাটে বিএনপি নেতার পূজা মন্দির পরিদর্শন ঘোড়াঘাটে তালাকপ্রাপ্তা শিক্ষিকা কর্তৃক সাবেক স্বামীকে হয়রানির অভিযোগ এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রে বাজেট সমঝোতা ব্যর্থ, শাটডাউন শুরু হচ্ছে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

‘জামিন শুনানি এত জরুরি, এখন পেছাতে এসেছেন কেন?’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : 6:42 pm, বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি পেছানো হয়েছে। আজ বুধবার ফখরুলের আইনজীবীর পক্ষে সময় আবেদন করলে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেন।

আদালতে সময় আবেদন করেন আইনজীবী ওয়ালিউর রহমান। তিনি মির্জা ফখরুলের আইনজীবীদের ব্যস্ততার কারণ উল্লেখ করে রুল শুনানি এক সপ্তাহ পেছাতে সময় আবেদন করেন।
তখন আদালত বলেন, জামিন শুনানি আগে এত জরুরি ছিল, এখন পেছাতে এসেছেন কেন? পরে আদালত ‘শুনানি এই সপ্তাহে না’ বলে আদেশ দেন বলে জানান বিএনপিপন্থী আইনজীবীরা।

সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ ডাকে বিএনপি। ২০ শর্তে তাদের সমাবেশের অনুমতি দেয় পুলিশ। ওই দিন আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা।
সংঘর্ষের এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপ করে।

সংঘর্ষের মধ্যে পণ্ড হওয়া সমাবেশ থেকেই পরদিন সারা দেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ অক্টোবর সেই হরতালের সকালে গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ওইদিন ঢাকার মূখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জামিন আবেদন করেন মির্জা ফখরুল।
কিন্তু আবেদনটি নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এরপর গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবীরা।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের ফখরুলের জামিন নামঞ্জুর করলে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়। গত ৪ ডিসেম্বর আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ওঠে। পরে ৭ ডিসেম্বর শুনানির পর তাঁর জামিন প্রশ্নে রুল দেন হাইকোর্ট।
কেন তাকে জামিন দেওয়া হবে না, জানতে চাওয়া হয় রুলে।

এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়। গত ১৪ ডিসেম্বর মির্জা ফখরুলের আইনজীবী রুল শুনানি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আদালত তা কার্যতালিকায় রাখার কথা বলেন। সে ধারাবাহিকতায় তা গত ১৭ ডিসেম্বর আদালতের কার্যতালিকায় উঠলে আদালদত আজ ৩ জানুয়ারি শুনানির তারিখ রেখেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com