বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাভার সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিযা কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, দূর্যোগ ব্যস্থাপনা ও তত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য মমতাজ বেগম ও আগা খান মিন্টুসহ অন্যান্য অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর বীর মুক্তিযোদ্ধাদের উপহার দিয়ে সম্মাণিত করেন জিওসি। শেষে নবম পদাতিক ডিভিশনের ব্যান্ড সদস্যরা কুচকাওয়াজ করেন। এ সময় অতিথিরা কুচকাওয়াজ উপভোগ করেন।
বক্তব্যে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বলেন,পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যে কোন দূর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মান, আর্তমানবতার সেবা, পার্বত্য চট্টগ্রামে সসন্ত্রাস দমন, জঙ্গী দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশ গঠনমূলক কর্মকান্ডের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নেঅবদান রাখছে। তিনি মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। #