কুড়িগ্রামে দিন ব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ নভেম্বর ২০২৩ইং আলোর ভুবন হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জানা যায়, পাট অধিদপ্তর কুড়িগ্রাম সদরের আয়োজনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তায়নাধীন উন্নতি প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিন ব্যাপী পাটচাষীদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচীতে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ রাশেদুল হাসান, সহকারী পরিচালক রংপুর অঞ্চলের মোঃ সোলায়মান, কুড়িগ্রাম পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল সরকার, মুখ্য পাট পরিদর্শক মোঃ ফিরোজ মাহমুদ, সদর উপজেলা কৃষি অফিসার মোছাঃ নাহিদা আফরীন, সদর উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন। প্রশিক্ষণে কুড়িগ্রাম সদর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বমোট ৭৫ জন পাট চাষী উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।