মনোনয়নপত্র দাখিলের আগেই আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টনসহ কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছতে চায় জাতীয় পার্টি। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আগ্রহ দেখাচ্ছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।
জাতীয় পার্টির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নির্বাচনের সব প্রস্তুতি নিয়ে রাখছে দলটি। আজ সোমবার ও মঙ্গলবার দুই দিন মনোনয়ন ফরম বিক্রি করা হবে।
তবে আসন বণ্টনসহ কয়েকটি বিষয়ে সুরাহা না হওয়ায় এখনো ভোটে যাওয়ার ঘোষণা দেয়নি জাপা।
নির্বাচনের বিষয়ে জি এম কাদের কোনো সিদ্ধান্ত না জানালেও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন। গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেও তিনি এ কথা বলেন। একই সঙ্গে নির্বাচনের পুনঃ তফসিলের অনুরোধও করেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আসন বণ্টনের বিষয়ে সরকার এখনই কোনো সিদ্ধান্তে আসতে চাইছে না। মনোনয়নপত্র দাখিলের পর এ বিষয়ে আলোচনা করতে চায় ক্ষমতাসীন দল।
জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাসরুর মাওলা বলেন, ‘আমরা আশা করি, সরকারের সঙ্গে আমাদের আলোচনা হবে। আমরা এখন সেই অপেক্ষায় আছি। এরপর নির্বাচনের বিষয়ে আমরা সিদ্ধান্ত জানাতে পারব।’
দলীয় সূত্রে জানা গেছে, জি এম কাদের রংপুর-৩ আসন থেকে নির্বাচন করতে চান। একই আসনে নির্বাচন করার আগ্রহ জানাচ্ছেন রাহাগীর আল মাহি সাদ (সাদ এরশাদ)। এই আসনে কে নির্বাচন করবেন সে বিষয়ে রওশন এরশাদ এবং জি এম কাদেরের মধ্যে কোনো সমঝোতা হয়নি। দলটির শীর্ষ দুই নেতার বিরোধ অনেক পুরনো।
দলের নিয়ন্ত্রণ নিয়ে নির্বাচনের আগে তাঁদের মধ্যে বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। নির্বাচন প্রশ্নে শনিবার নির্বাচন কমিশনে দুই পক্ষ পৃথক চিঠিও দিয়েছে।
বঙ্গভবনে রওশন এরশাদ
গতকাল রবিবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন রওশন এরশাদ। এ সময় তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনার বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
সাক্ষাতে পুনঃ তফসিল চেয়ে রওশন এরশাদ বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক দলগুলোর আরো সময় দরকার। ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন। অন্যদিকে আয়কর রিটার্ন দাখিলেরও শেষ দিন।
রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বলেন, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ রাষ্ট্রপতিকে জানান, তাঁর দল জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য এরই মধ্যে প্রস্তুতিও নিয়েছে।
রাষ্ট্রপতিকে রওশন এরশাদ বলেন, ‘আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তাকে আমরা স্বাগত জানাই।’ এ সময় নির্বাচনের পুনঃ তফসিলের জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানান রওশন এরশাদ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সংবিধান অক্ষুণ্ন রাখতে হলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব সহযোগিতা নিশ্চিত করবে।
জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বৈঠকের পর বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, সব দলের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে তাঁদের জানিয়েছেন।
এ সময় রওশন এরশাদের সঙ্গে মসিউর রহমান, সাদ এরশাদসহ চারজন ছিলেন। তাঁরা বঙ্গভবনে প্রায় এক ঘণ্টা ছিলেন।
রওশন এরশাদের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ১৪ অক্টোবর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন।
আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু
জাতীয় পার্টি আজ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে। গতকাল দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে। একই সময়ে প্রতিদিন দুই বিভাগ করে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।