গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামে কুড়িয়ে পাওয়া বোতল সদৃশ্যবস্তু বিস্ফোরণে আহত হয়েছেন একই পরিবারের ৪ জন।
জানা যায়, শনিবার বিকেলে এ দুুুুর্ঘটনায় আহতরা হলেন- ঐ গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আব্দুল হাকিম ওরফে ভূট্টু (৪৮), তার স্ত্রী পারভীন বেগম (৩৮), ছেলে ফারুক মিয়া (২০) ও রিপন মিয়া (১৮)। আহতরা সকলেই রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ফারুকের ডান হাতের কব্জিসহ এক চোখ বিস্ফোরিত হয়। এছাড়া, আব্দুল হাকিম ও তার ছোট ছেলে রিপনের একটি করে চোখসহ ও স্ত্রী পারভীন বেগমের হাত ও পায়ে গুরুতরাহত হন।
স্থানীয়রা জানান, এ দুর্ঘটনায় আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রমেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তারা আরো জানান, এ দুর্ঘটনার আগে তিস্তা নদীর চরে ভুট্টা ক্ষেত দেখতে
গিয়ে আব্দুল হাকিম ভুট্টু একটি কাঁচের বোতল সদৃশ্যবস্তু কুড়িয়ে পেয়ে বাড়ি এনে দা দিয়ে কাটার সময় হঠাৎ এ বিস্ফােরণ ঘটে। এতে পরিবারের ৪ সদস্য গুরুতরাহত হন। তারা এ বস্তুটিকে মূল্যবান ধাতব পদার্থ ভেবেছিলেন। যা গত বন্যায় পানির স্রোতে নদীতে ভেসে আসছিল বলে স্থানীয়রা ধারণা করে বলেন।
থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।