বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীতা নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়। সভায় একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১(কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ) আসনের সাংসদ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়কে এককভাবে আবারো দলীয় সমর্থন দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় সভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মতামত দেন।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম মনসুর আলী কাজিপুর উন্নয়নে কাজ শুরু করেন, তাঁরই সুযোগ্য সন্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম আধুনিক কাজিপুরের রুপকার, তাঁর উত্তরসূরী প্রকৌশলী তানভীর শাকিল জয় (এমপি) কাজিপুরের উন্নয়নের হাল ধরে কাজিপুরকে নিয়ে যাবেন অনন্য যোগ্যতম স্থানে, সেই প্রত্যাশায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর পক্ষে একক প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে মতামত তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলীয় নেতৃবৃন্দ।