উপজেলা প্রশাসন সিংগাইর এর আয়োজনে উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাহিত্য আনন্দ ক্লাবের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ সংস্কৃতির পরিচিতি মেলা — “একদিন স্বপ্নের দিন” অনুষ্ঠিত হলো আজ ।
সাহিত্য আনন্দ ক্লাবের উদ্যোগে আয়োজিত “একদিন স্বপ্নের দিন’ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ সংস্কৃতির পরিচিতি মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
সাহিত্য আনন্দ ক্লাবের উদ্যোগে আয়োজিত “একদিন স্বপ্নের দিন’ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ সংস্কৃতির পরিচিতি মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ ।
এছাড়াও মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফোকলোর বিশেষজ্ঞ ও বাংলা একাডেমির পরিচালক, ড. আমিনুর রহমান সুলতান, মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আখতার।
আরও উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম মজুমদার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জোহরা খাতুন, প্রমুখ ।
অনুষ্ঠানের ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাহিত্য আনন্দ ক্লাবের সদস্যদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গান, অভিনয় ও নৃত্য পরিবেশিত হয়েছে।
এসময় সাহিত্য আনন্দক্লাবের সদস্যদের লেখা গল্প কবিতা নিয়ে প্রকাশিত সকাল বেলার পাখি ও শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে মনোরঙ বই দুটির মোড়ক উন্মাচন করা হয়।