১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সিরাজগঞ্জের কাজিপুর
উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে দশটায় দিবস দুটি উদযাপনে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার
প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশার প্রতিনিধি। প্রস্তুতিমূলক সভায় পৃথক পৃথক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।