সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি ভবনের সিঁড়ি থেকে মো. আলী হোসেন (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের পরিবার পরিকল্পনা কার্যালয়ের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আলী হোসেন ঢাকার আশুলিয়ার কুন্দলবাগ এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে। তিনি পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ওসমানী হাসপাতালে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আলী হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাশের পাশে কীটনাশকের একটি বোতল পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক সুমন কুমার চৌধুরী।
তিনি বলেন, ‘এ ঘটনায় নিহতের মেয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। নিহতের লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়ায় ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা আছে।