হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের পাচপাড়িয়া এলাকায় সাঁতার কেটে করাঙ্গী নদী পারাপারের সময় মাসুক মিয়া (৩০) নাম এক যুবক মারা গেছেন। সাঁতরে নদী পার হওয়ার সময় নিখোঁজ হন তিনি। পরে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
মাসুক মিয়া ওই গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সোমবার দুপুরে সাঁতার কেটে করাঙ্গী নদী পারাপারকালে পানিতে ডুবে নিখোঁজ হন মাসুক মিয়া। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরিরা তার মৃতদেহ উদ্ধার করে।