রাজধানীর শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি গঠিত তদন্ত কমিটি। তারা এ জন্য আরো সাত দিন সময় চেয়েছে।
তবে সময় বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি ডিএমপি কমিশনার। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন ডিএমপি কমিশনার।
এ ঘটনায় প্রথম দফায় কমিটিকে যে সময় দেওয়া হয়েছিল তার সাথে তারা আরো পাঁচ দিন সময় চেয়েছিল। আজ সেই প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তদন্তকাজ শেষ না হওয়ায় আরো সাত দিনের সময় চাইল কমিটি।
৯ সেপ্টেম্বর রাতে তুলে নিয়ে শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন-অর-রশীদ।
আহতরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম। এই অভিযোগ ওঠে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন-অর-রশীদের বিরুদ্ধে। তারা অভিযোগ করেন, তাদের থানায় নিয়ে বেদমভাবে পিটিয়েছেন হারুন। ছাত্রলীগের নেতা পরিচয় দেওয়ার পরও হারুনসহ সঙ্গে ১০-১৫ জন পুলিশ সদস্য মিলে তাদের পেটান।
আলোচিত এ ঘটনায় ডিএমপির অপারেশন বিভাগের ডিসি আবু ইউসুফকে প্রধান করে নিউ মার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ ও মতিঝিল ডিবির এডিসিকে সদস্য করে তিন সদস্যের কমিটি গঠিত হয়। এ ছাড়া সাময়িক বরখাস্ত করা হয় এডিসি হারুনকে।