পাবনার ঈশ্বরদীতে সড়কের পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটসাইকেলচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌঁনে ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাবনা চিনি মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালক সজীব হোসেন তালুকদার (৩৫) ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার মো. ইসমাইল তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সজীব দাশুড়িয়া থেকে পাবনা যাচ্ছিলেন। তার যাত্রাপথে পাবনা চিনি মিল এলাকায় পৌঁছলে সেখানে সড়কের পাশে অন্ধকারে দাঁড় করিয়ে রাখা ট্রাকের পেছনে সজোরে আঘাত লাগে। ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন জানান, চিনি মিল এলাকায় সড়কের পাশে একাধিক খাবার হোটেল রয়েছে। চালকরা সেখানে গাড়ি থামিয়ে খাবার খান। রাতের অন্ধকারে দেখতে না পেয়ে সেই থামানো গাড়ীতে সজীবের মোটরসাইকেল পিছন থেকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।