সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যা উপহার দেয়: জামায়াতের আমির সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা একনেক, আইনশৃঙ্খলা সংক্রান্তসহ ৪ উপদেষ্টা পরিষদ কমিটি গঠন সংঘর্ষে চরম মানবাধিকার লঙ্ঘন নিয়ে যা বললেন জাতিসংঘ প্রতিনিধিদলের প্রধান রাশেদ খান মেনন আটক বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জামায়াতের উদ্দেশ্য সচেতনভাবেই ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে: রিজভী উপদেষ্টারা সব বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই দেশের প্রায় ১৮ লাখ মানুষ পানিবন্দি, ১ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ

মধ্যনগরে ৩ মাস ধরে শূন্য ইউএনও’র পদ

সিএনআই নিউজ ডেস্ক
  • আপডেট সময় : 1:12 pm, শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ইউএনও’র পদটি তিন মাসেরও বেশি সময় ধরে শূন্য হয়ে আছে। বর্তমানে এ পদে অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছেন পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার ইউএনও শীতেষ চন্দ্র সরকার।

সূত্র জানায়, গত ২৩ আগস্ট মধ্যনগর উপজেলায় মৌলভীবাজার জেলার সিনিয়র সহকারী কমিশনার সুকান্ত সাহাকে ইউএনও হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্বে পদায়ন করা হলেও তিনি যোগদান করেননি। গত ১ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই ইউএনও’র পদায়নের আদেশটি বাতিল করা হয়।
এর পূর্বে গত ৩০ মে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান রংপুর বিভাগের কুড়িগ্রামে বদলি হন। তিনি বদলি হওয়ার পর থেকেই পদটি শূন্য হয়।

সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা যায়, ২৩টি দপ্তরের ২১২ জন কর্মকর্তা–কর্মচারীর বিপরীতে বর্তমানে স্থায়ী জনবল হিসেবে কর্মরত রয়েছেন একজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), দুজন তৃতীয় শ্রেণীর কর্মচারী ও একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রেষণে নিযুক্ত করা হয়েছে আরো একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী।
এ ছাড়া বেসরকারি সংস্থার সহায়তায় নিযুক্ত চতুর্থ শ্রেণীর আউট সোর্সিং কর্মচারী আছেন ছয়জন।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ বলেন, মধ্যনগর উপজেলায় প্রশাসনিক ভবন ও জনবল সংকট থাকায় মানুষ সঠিকভাবে সেবা পাচ্ছেন না। দ্রুত কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণাঙ্গ দায়িত্বে পদায়নের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ভোরের কাগজকে বলেন, আশা করি আগামী এক সপ্তাহের মধ্যেই মধ্যনগর উপজেলায় ইউএনও পদায়ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com