পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সোবহান বিশ্বাস,পাবনা শহরের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস,আলহাজ্ব মরহুম আব্দুর রাজ্জাক বিশ্বাস,পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ,দুবলিয়া এলাকার প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতা সভাপতি,পাবনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাসের পিতা ও পাবনা চেম্বার অব কমার্সের সহাসভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাসের দাদা আলহাজ্ব হাজী জসিম উদ্দিন বিশ্বাসের ৪৮ তম মৃত্যু বার্ষিক পালিত হয়।হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত তাঁর নিজ নামে প্রতিষ্ঠিত দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের সভা কক্ষে ৪৮ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ১২ মার্চ আলোচনা সভা,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।হাজী জসিম উদ্দিন বিশ্বাসের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তাঁর সুযোগ্য কনিষ্ঠ পুত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান,মাহাতাব বিশ্বাস গ্রীন সিটির এমডি আলহাজ্ব অধ্যক্ষ অবঃ মাহাতাব উদ্দিন বিশ্বাস।তিনি তাঁর মরহুম পিতার আত্মার মাগফিরাত ও শান্তির জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের গভিনিং বডির বর্তমান সভাপতি জসীম উদ্দীন বিশ্বাসের দৌহিত্র ফোরকান রেজা বিশ্বাস বাদশা দোয়া মাহফিলে ভার্চুয়ালি অংশ গ্রহন করেন।অন্যদের মধ্যে কলেজর অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ,কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ নাজমুল হোসেন বিশ্বাস ও উপাধ্যক্ষ মোঃ নায়েব আলী প্রমুখ আলোচনায় অংশ নেয়।এ সময় কলেজ গভিনিং বডির অন্য সদস্যবৃন্দ,শিক্ষক,কর্মচারী,ছাত্র,ছাত্রী,এলাকার বহু গন্যমান্য ব্যক্তিবর্গ,সুধীজন,শিক্ষার্থী অভিভাবক,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোঃ আব্দুল্লাহ।পরে সবার মধ্যে তাবারক বিতরণ করা হয়।