দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ কৃষক লীগ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ দ্বীন মোহাম্মদ বাবলু, সোনামুখী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহ আলম সাধারণ সম্পাদক।
১০ জানুয়ারি (মঙ্গলবার) বিকাল তিনটায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে কাজিপুর উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি টিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা কৃষক ও কৃষি কাজের গুরুত্ব দেন বলেই, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কৃষিতে ভর্তুকি দিয়ে কৃষকের পাশে আছে আওয়ামী লীগ সরকার। সম্মেলন উদ্বোধক সিরাজগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক ইকবাল বাহার, প্রধান বক্তা জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, রাজশাহী কৃষি ও মৎস্য বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও মৎস্য বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামছ উদ্দীন আল আজাদ, সিরাজগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আবু জাফর মন্ডল, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। অনুষ্ঠান পরিচালনা করেন কাজিপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু।
দ্বিতীয় অধিবেশনে জেলা কৃষক লীগের আহ্বায়ক ইকবাল বাহারের পরিচালনায় সম্মেলনে কমিটির নাম ঘোষণা করেন তানভীর শাকিল জয় এমপি। কাজিপুর উপজেলা কৃষক লীগের সভাপতি নির্বাচিত হন দ্বীন মোহাম্মদ বাবলু, সাধারণ সম্পাদক শাহ আলম, ১নং সহ-সভাপতি শফিকুল ইসলাম বিপু, ২য় সহ-সভাপতি বেলাল হোসেন, ৩য় সহ- সভাপতি মনজুরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক নূর মোমিন রানা, সাংগঠনিক সম্পাদক রাশেকুল ইসলাম অনু, মহিলা বিষয়ক সম্পাদিকা শান্তনা খাতুন। #