জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দৈনিক মজুরি ভিত্তিক অস্থায়ী কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন তারা। তীব্র শীত উপেক্ষা করে এ আমরণ অনশন করায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণির সাতজন ও চতুর্থ শ্রেণির ১৪৯ জন কর্মচারী দৈনিক মজুরিভিত্তিতে কর্মচারী কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন না থাকায় তাদের নিয়োগ স্থায়ী করা সম্ভব হচ্ছে না।
এদিকে অনশন চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কর্তাব্যক্তি তাদের সঙ্গে দেখা করতে যাননি বলে জানিয়েছেন অনশনকারীরা। #