সিরাজগঞ্জের কাজিপুরে প্রথমবারের মত পালিত হয়েছে জাতীয় সংবিধান দিবস। শুক্রবার উপজেলা পরিষদ হল রুম দিবসটি পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারী কমিশনার (ভুমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহ্ আলম মোল্লা, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার শাহীন মাহমুদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। নতুন খবর হলো স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সংবিধান দিবস। এবছর থেকে ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ‘ক’ ক্রমিকে পালিত হবে। #